‘ধর্মযুদ্ধ’-এর লুকে প্রকাশ্যে চরিত্ররা

সম্প্রতি মুক্তি পাওয়া রাজ চক্রবর্তী পরিচালিত ‘পরিণীতা’ মাতিয়ে দিয়েছে সিনেমাপ্রেমীদের। এই ছবি দেখার পর থেকে দর্শকমহলের রাজের প্রতি প্রত্যাশা বেড়ে গিয়েছে বেশ খানিকটা। সেই প্রত্যাশা পূরণ করতেই পরিচালক আনছেন তাঁর পরবর্তী ছবি ‘ধর্মযুদ্ধ’। বেশ কিছুদিন আগেই এই ছবির কথা ঘোষণা করা হয়েছিল। শুরুতে এই ছবির নাম ‘হে গর্ভধারিণী’ রাখা হলেও পরে তা বদলে দেওয়া হয়।ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে। কলকাতা ও পুরুলিয়াতে হয়েছে এই সিনেমার শ্যুটিং। তবে আপাতত চলছে প্রি-প্রোডাকশনের কাজ। আজ প্রকাশ্যে আনা হয় এই ছবির বিভিন্ন চরিত্রের লুক। গতকালই রাজ চক্রবর্তী একটি ভিডিও করে জানিয়েছিলেন আজ সারাদিন ধরে ‘ধর্মযুদ্ধ’-এর বিভিন্ন চরিত্রদের সামনে আনা হবে। সেই মতোই আজ সকাল ১১টা থেকে পরপর প্রকাশিত হয় ছবির চরিত্রদের ফার্স্ট লুক। প্রকাশিত লুকে দেখা যায় সোহম চক্রবর্তী, স্বাতীলেখা সেনগুপ্ত, শুভ্রশ্রী গাঙ্গুলি, পার্ণো মিত্রকে। লুকের পাশাপাশি দেওয়া হয় চরিত্রে নামও। ছবিতে সোহমকে দেখা যাবে জাব্বরের ভূমিকায় , পার্ণোর চরিত্রের নাম শবনম, স্বাতীলেখা হয়েছেন আম্মি এবং শুভশ্রীর নাম মুন্নি। এছাড়াও এই সিনেমাতে খুবই গুরুত্বপূর্ণে চরিত্রে অভিনয় করছেন সপ্তর্ষি মৌলিক, ঋত্বিক চক্রবর্তী প্রমুখ।এই সিনেমার গল্প লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত ও রাজ চক্রবর্তী। চিত্রনাট্য সাজিয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত। ক্যামেরার দায়িত্বে সৌমিক হালদার ও ছবির সঙ্গীত পরিচালনায় রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল  রাজ ‘ধর্মযুদ্ধ’-এর পোস্টার।  সম্ভবত আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে ছবিটি।এখন দেখার এই ছবিতে রাজ দর্শকের প্রত্যাশা কতোটা পূরণ করতে পারছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *