বিতর্ক পেরিয়ে মুক্তির পথে ‘মায়া-দ্যা লস্ট মাদার’

অবশেষে মুক্তি পেতে চলেছে মাসুদ পথিক নর্মিত ছবি ‘মায়া-দ্যা লস্ট মাদার’। চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে এই ছবি নির্মাণ করা হয়েছে। এর আগে ছবিটির একটি পোস্টার প্রকাশিত করা হয়েছিল। কিন্তু সেখানে জ্যোতিকা জ্যোতির নগ্ন শরীর উপস্থাপন করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। মুক্তিযুদ্ধের সময় নির্যাতনের শিকার হওয়া এক নারীর গল্প উঠে আসবে ‘মায়া-দ্য লস্ট মাদার’ ছবিতে। সরকারি অনুদানে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, মুমতাজ সরকার (কলকাতা), দেবাশীষ কায়সার, হাসান ইমাম ও ঝুনা চৌধুরী প্রমুখ। ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মুমতাজ, ইমন চৌধুরী, বেলাল খান, কোনাল, ঐশী ও পূজা। তিন বছর চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে মুক্তির পথে ‘মায়া-দ্যা লস্ট মাদার’। ছবিটির একটি টিজার প্রকাশ করা হয়। টিজারেই রীতিমত চমকে গিয়েছে সকলে। ছবির নির্মাতা মাসুদ পথিক বলেন, ‘আগামী ২০ নভেম্বর মায়া’র ট্রেলার রিলিজ হবে এবং ধারাবাহিকভাবে এর গানগুলো প্রকাশ হবে ছবির নিজস্ব পেজে। এছাড়া ছবিটি মুক্তি পাবে আগামী ডিসেম্বরের যেকোনো শুক্রবার। অনুষ্ঠানের মাধ্যমে আমরা মুক্তির তারিখটি ঘোষণা করবো’।

মায়া- দ্য লস্ট মাদার | টিজার

#টিজার ১#মায়া_দ্য_লস্ট_মাদার#maya_the_lost_mother #masud_pathikব্রাত্য ক্রিয়েশন Ihttps://youtu.be/LBk43tuOtMw#মুমতাজ_সরকার (ভারত), #জ্যোতিকা_জ্যোতি, #প্রাণ_রায়, #দেবাশিস_কায়সার, #নারগিস_আকতার #বীরাঙ্গনা ও #যুদ্ধশিশুদের #করকমলেThis tongueThis freedomWe have gotIn exchange of The dignity ofOur motherOur sisterSalute mother…Salute sister…

Posted by MAYA মায়া on Saturday, 2 November 2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *