প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নিম্মি

দীর্ঘদিনের ধরে অসুস্থতার পর চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী নিম্মি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বেশ কয়েকদিন ধরেই নিম্মি বার্ধক্যজণিত কারণে ভুগছিলেন। শেষ সময় হারাতে বসেছিল স্মৃতিশক্তিও। এমনই পরিস্থিতিতে একাধিকবার হাসপাতাল মুখো হতে হয় বর্ষীয়ান অভিনেত্রীকে। জুহুর এক বেসরকারি হাসপাতালে শেষ কয়েকদিন ভর্তি ছিলেন তিনি। সেখানেই বুধবার সন্ধের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। বলিউডে এক সময় সাদা কালো পর্দায় ঝড় তুলেছিলেন রাজ কাপুরের এই আবিষ্কার। প্রথম তিনিই পর্দায় নিয়ে আসেন নবাব বানুকে। পরবর্তীতে ভালোবেসে তাঁর নাম রেখেছিলেন নিম্মি। প্রথম ছবিতেই নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছিলেন নিম্মি। ১৯৪৯ সালে রাজ কাপুরের সিনেমা বরসাত দিয়ে বলিউডে পা রাখেন নিম্মি। এই সিনেমায় রাজ কাপুরের বিপরীতে নার্গিস অভিনয় করলেও, নিম্মিকেও দেখা যায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে। বরসাত-এ রাজ কাপুর এবং নার্গিসের বিপরীতে তুখোড় অভিনয় করতে দর্শকদের মনে জায়গা করে নেন নিম্মি। সেই থেকে শুরু। এরপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। নার্গিস, নূতনের মতো বিখ্যাত না হলেও নিম্মি গত শতাব্দীর পাঁচ-ছয়ের দশকে পর্দা কাঁপিয়েছেন। নিম্মি অভিনীত চরিত্রদের মধ্যে মেহবুব খানের আন (১৯৫২), দাগ (১৯৫২), অমর (১৯৫৪), উড়ান খাটোলা (১৯৫৫), বসন্ত বাহার (১৯৫৬) এবং মেরে মেহবুব (১৯৬৩)। তবে প্রায় সবকটি ছবিতেই নিম্মিকে দ্বিতীয় মুখ্য মহিলা চরিত্রে দেখা গিয়েছে। তাঁকে শেষবার লাভ অ্যান্ড গড (১৯৮৬) ছবিতে দেখা গিয়েছিল। রাজ কাপুর ছাড়াও দিলীপ কুমার, দেব আনন্দ-এর মতো প্রথমসারির অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। চিত্রনাট্যকার ও পরিচালক এস আলি রাজাকে বিয়ে করেন নিম্মি। ২০০৭ সালে প্রয়াত হন আলিও। তাঁর মৃত্যুতে বি-টাউনে নেমে এসেছে শোকের ছায়া। এ দিন তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসায় বলিউডের অনেক বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রীই শোকপ্রকাশ করেন। পরিচালক মহেশ ভাট অভিনেত্রীর মৃত্যুতে গভীর শোক জানিয়ে বলেন, বহু লোকের মন কেড়েছেন নিম্মি। মৃত্যু এসে তাঁকে কেড়ে নিল। ঋষি কাপুর টুইট করে জানান, ‘ববির প্রিমিয়ারের দিন যে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন বা আজীবন যে ভাবে আশীর্বাদ করে গিয়েছেন, সে জন্য আন্তরিক ধন্যবাদ নিম্মি আন্টি। এ বার শান্তিতে থাকুন। আপনি আর কে পরিবারের সদস্য ছিলেন। বরসাত আপনার প্রথম ছবি। ঈশ্বর যেন আপনার জন্য স্বর্গই বেছে রাখেন।’ ট্রেড অ্যানালিস্ট কোমল নাহতা লিখেছেন, “বর্ষীয়ান অভিনেত্রী নিম্মি প্রয়াত । ৮৮ বয়স ছিল তাঁর । ওঁর আত্মা শান্তি পাক ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *