মারণ রোগে আক্রান্ত প্রবীণ অভিনেতা উদয় শংকর পাল-এর পাশে আর্টিস্ট ফোরাম

কিছুদিন আগেই জানা গিয়েছিল, ক্যানসারে আক্রান্ত প্রবীণ অভিনেতা উদয় শংকর পাল। পরিচালক অভিজিৎ পাল অভিনেতার অসুখের কথা প্রথম সামনে আনেন। তিনি জানিয়েছিলেন, চিকিৎসক শেষ জবাব দিয়ে দিয়েছেন, এখন বাড়িতেই শয্যাশায়ী তিনি। ফের পরিচালক জানিয়েছেন, দিদির সঙ্গেই থাকেন অকৃতদার উদয়বাবু। কিছুদিন আগে তাঁর দিদির পা ভেঙেছে। বিগত কয়েকমাস ধরেই নিয়মিত কাশছিলেন অভিনেতা। গত ডিসেম্বর থেকে কাশির সঙ্গে রক্ত বেরতে শুরু করে। প্রথমে ডাক্তার দেখাতে চাননি, জোর করেই ডাক্তার দেখানো হয়। পরীক্ষায় জানা যায় ফুসফুসে ক্যানসার। কিন্তু চিকিৎসার বিপুল খরচ বহন করার ক্ষমতা নেই উদয়বাবুর। সম্প্রতি জানা গিয়েছে, অবশেষে সোমবার রাতে আর্টিস্ট ফোরামের সহযোগিতায় বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে অভিনেতাকে। বাঙুর হাসপাতাল ৩নং মেডিসিন ওয়ার্ড, ২১নং বেড-এ অভিনেতাকে রাখা হয়েছে। আপাতত চিকিৎসা শুরু হয়েছে। তবে চেষ্টা করা হচ্ছে যে দ্রুত তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারণ ওখানের অঙ্কোলজি ডিপার্টমেন্টটা বেশি ভালো।