‘বাইশে শ্রাবণ’-এর স্মৃতি উসকে দিল ‘দ্বিতীয় পুরুষ’

নয় বছর আগে মুক্তি পেয়েছিল সৃজিত মুখার্জি-র ‘বাইশে শ্রাবণ’। এই ছবির হাত ধরেই বাংলা সিনেমার দর্শক নতুনভাবে পেয়েছিলেন তাঁদের প্রিয় সুপারস্টার প্রসেনজিত চট্টপাধ্যায়কে। স্ক্রিনে প্রবীর রায়চৌধুরির ভূমিকায় তাঁর চরিত্র যেন বাংলা সিনেমাকে এক নতুন ভাষা দিয়েছিল ক্রাইম সিনেমার জঁরে। পাশাপাশি এক নতুন পরিচিতি, এবং  তুমুল সাফল্যের স্বাদ পেয়েছিলেন পরিচালকও। এবার সেই ছবির সূত্র ধরেই আসতে চলেছে ‘দ্বিতীয় পুরুষ’। গতকাল মুক্তি পেয়েছিল সেই ছবির টিজার। আজ সামনে এল ছবির ট্রেলার। যা দেখে রীতিমতো চমকে উঠতে হয় ৷ তবে ছবির ট্রেলার শেয়ার করে রীতমতো সতর্ক করেছেন ছবির পরিচালক সৃজিত ৷ লিখছেন, ‘নরম হৃদয়ের মানুষেরা ভিডিওটি থেকে সতর্ক !’ টিজারের মতো ট্রেলারেও পাওয়া গেল সেই প্রবীর রায়চৌধুরির ছোঁয়া। তাঁর কন্ঠ দিয়েই তৈরি হয়েছে ট্রেলার। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিদায়’ কবিতাটি শোনা গেল প্রসেনজিতের কণ্ঠে। ‘বাইশে শ্রাবণ’-এ বিখ্যাত কিছু কবিতার একটা বড় ভূমিকা ছিল ক্রাইমের সমাধানে। এবারও সেই ইঙ্গিত পাওয়া গেল।  এই ছবিতে মুখ্য ভূমিকায় পরমব্রত চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য, রাইমা সেন, গৌরব চক্রবর্তী, ঋতব্রত মুখার্জি প্রমুখ। এর মধ্যে পরমব্রত ও রাইমা ‘বাইশে শ্রাবণ’-এও ছিলেন। এবারের নতুন সংযোজন ঋতব্রত ও অনির্বাণ। ট্রেলার দেখে মনে হচ্ছে, এই ছবির তুরুপের তাস হতে চলেছে অনির্বাণ চক্রবর্তী ৷ লুক বদলে অনির্বাণ তাক লাগাতে চলেছেন এই ছবিতে ৷ সব মিলিয়ে এক বিশাল কাস্ট নিয়ে তৈরি হচ্ছে ‘দ্বিতীয় পুরুষ’। ২০২০-র ২৩ জানুয়ারী মুক্তি পাবে ‘দ্বিতীয় পুরুষ’।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *