প্রয়াত প্রবীণ অভিনেত্রী গীতা সিদ্ধার্থ কাক

চলে গেলেন প্রবীণ অভিনেত্রী গীতা সিদ্ধার্থ কাক ।  গতকাল বিকেলে মুম্বইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । পেশায় ডকুমেন্টারি পরিচালক, টেলিভিশন হোস্ট ও প্রযোজক  সিদ্ধার্থ কাককে বিয়ে করেছিলেন অভিনেত্রী।স্বামী সিদ্ধার্থ কাক-এর জনপ্রিয় শো ‘সুরভি’-তে আর্ট ডিরেক্টর ছিলেন গীতা। ১৯৯০ থেকে ২০০১ সাল পর্যন্ত দূরদর্শনে দেখানো হত এই অনুষ্ঠান।  অভিনয়ের পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি । ১৯৭২ সালে ‘পরিচয়’ ছবির মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয় গীতার । জিতেন্দ্র ও জয়ার সঙ্গে গুলজার পরিচালিত এই ছবিতে প্রথমবার অভিনয় করেছিলেন তিনি । এরপর ৭০ থেকে ৮০ দশকে একাধিক বলিউড ছবিতে অভিনয় করেন । তার মধ্যে ‘শোলে’, ‘ত্রিশূল’, ‘ডিস্কো ডান্সার’, ‘রাম তেরি গঙ্গা মাইলি’, ‘নুরি’, ‘দেশ প্রেমী’, ‘ডান্স ডান্স’, ‘কসম প্যায়দা করনে ওয়ালি কি’, ‘শকিন’, ‘অর্থ’, ‘মান্ডি’, ‘গমন’ অন্যতম । ১৯৭৩ সালে পরিচালক এম এস সাথুর ক্লাসিক ছবি ‘গরম হাওয়া’ ছবিতে অভিনয় করে প্রচুর খ্যাতি কুড়িয়েছিলেন । সেরা ফিচার ছবি হিসেবে জাতীয় পুরস্কার পায় এই ছবি । আর ছবিতে ‘আমিনা’-র চরিত্রে অভিনয় করার জন্য সম্মানিত করা হয় গীতাকেও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *