বিকেলেই কলকাতা আসছে প্রয়াত তাপস পালের মরদেহ, আগামীকাল রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

আজ বিকেল সাড়ে ৫টা নাগাদ মুম্বই থেকে কলকাতায় আনা হচ্ছে প্রয়াত অভিনেতা তাপস পালের মৃতদেহ। ইতিমধ্যেই মুম্বই থেকে তাঁর দেহ নিয়ে রওনা দিয়েছেন পরিজনরা। আগামীকাল কেওড়াতলা মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হব। তার আগে সকাল ১১টা থেকে তাঁর দেহ শায়িত থাকবে রবীন্দ্রসদনে।  তাঁর দেহ শায়িত থাকবে রবীন্দ্রসদনে। সেখানে অভিনেতাকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন বিশিষ্ট ব্যক্তিরা। দীর্ঘদিন ধরে স্নায়ুরোগে ভুগছিলেন তাপস পাল। মেয়ের কাছে মুম্বই গিয়েছিলেন তিনি। ১ ফেব্রুয়ারি মুম্বই বিমানবন্দরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তাপস পাল। সঙ্গে সঙ্গে তাঁকে ভরতি করা হয় মুম্বইয়ের হলিক্রস হাসপাতালে। তাঁকে ভেন্টেলেশনে রাখা হয়। প্রায় দু’সপ্তাহ ধরে হাসপাতালেই ছিলেন তিনি। কিন্তু তাঁর শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। ৬ ফেব্রুয়ারি তাঁর ভেন্টিলেশন খুলে নেওয়া হয়। গতকাল রাতে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ৩:৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রাক্তন সাংসদের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তাপস পালের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘তাপস পালের আকস্মিক মৃত্যুর খবরে আমি স্তম্ভিত ও শোকস্তব্ধ। তিনি ছিলেন বাংলা সিনেমার সুপারস্টার। একই সঙ্গে তৃণমূল পরিবারের সদস্য ছিলেন। দু দফায় সাংসদ ও বিধায়ক হয়ে মানুষের সেবা করেছেন তাপস। আমরা ওর অভাব বোধ করব। ওঁর স্ত্রী নন্দিনী, মেয়ে সোহিনী ও অগণতি ভক্তের সঙ্গে আমি সমব্যথী।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *