প্রয়াত অভিনেতা তাপস পাল

প্রয়াত অভিনেতা তাপস পাল। আজ ভোর রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬১ বছর। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে স্নায়ুর রোগে ভুগছিলেন তাপস। ধীরে ধীরে চলচ্ছশক্তি হারিয়েছিলেন। জানুয়ারির শেষে আর‌ও অসুস্থ হয়ে পড়ায় বান্দ্রার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। ৬ ফেব্রুয়ারি ভেন্টিলেশন থেকে বের করা হয়। গতকাল রাতে ফের অসুস্থ হয়ে পড়েন তাপস পাল। রাত ৩:৩৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। ২৮ জানুয়ারি মুম্বই গিয়েছিলেন। ফেরার কথা ছিল ২ ফেব্রুয়ারি । ফেরার বিমান ধরার আগেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। তারপর হাসপাতালে ভরতি হন । সেই থেকে হাসপাতালেই ছিলেন। আজ ভোর ৩ টে ৫১ মিনিটে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। দাদার কীর্তি দিয়ে বাংলা চলচ্চিত্রে পথচলা শুরু । প্রথম সিনেমাতেই তাঁর অভিনয় দর্শকের মন জয় করেছিল । তারপর সাহেব, ভালোবাসা ভালোবাসা, গুরুদক্ষিণা, মঙ্গলদীপ একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন বাঙালি দর্শককে। আলিপুর বিধানসভা থেকে দুবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন । কৃষ্ণনগর থেকে দু-বারের সাংসদ ছিলেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *