হায়দরাবাদে পশু চিকিৎসক গণধর্ষণ সিনে পর্দায় তুলে ধরবেন রাম গোপাল ভার্মা

হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনা এবার সিনেমার পর্দায় তুলে ধরা হবে। পরিচালক রাম গোপাল ভার্মা ছবিটি তৈরি করতে চলেছেন। ছবির নাম ‘দিশা’। ২৭ নভেম্বর বিকেলের দিকে সামসাবাদ টোল প্লাজার কাছে স্কুটি রেখে কাজে গিয়েছিলেন ওই পশু চিকিৎসক যুবতি। স্কুটির পাশে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। তার মধ্যে ছিল চার অভিযুক্ত। কয়েক ঘণ্টা পর ওই চিকিৎসক ফিরে এসে দেখেন তাঁর স্কুটির চাকা পাংচার হয়ে গেছে। তখন তাঁকে সাহায্য করতে অভিযুক্তদের একজন এগিয়ে আসে। এরপর সাহায্যের অছিলায় ওই চিকিৎসককে রাস্তার পাশে ঝোপের মধ্যে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে চার দুষ্কৃতী। ধর্ষণের পর যুবতিকে খুন করে দেহটি পুড়িয়ে দেয়। এই ঘটনার প্রতিবাদে গর্জে ওঠে গোটা দেশ। সাধারণ মানুষের সঙ্গে গলা মেলায় বলিউড তারকারাও। ঘটনার কয়েকদিন পরই অবশ্য পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় চার অভিযুক্তর। এই গোটা ঘটনার উপরই ছবিটি তৈরি করতে চলেছেন রাম গোপাল ভার্মা। সেদিন ঠিক কী ঘটেছিল তাই ফুটিয়ে তোলা হবে বড় পরদায়। সম্প্রতি এই সংক্রান্ত একাধিক টুইট করেন তিনি। ছবির জন্য হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের থানায় আসেন রাম গোপাল। সেখানে শামশাবাদ এসিপি-র সঙ্গে দেখা করেন তিনি। ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতেই তিনি সেখানে যান বলে জানিয়েছেন। ছবি সম্পর্কে রাম গোপাল বলেন, “ঘটনা সম্পর্কে তথ্য জোগাড় করতেই শামশাবাদ এসিপি-র সঙ্গে দেখা করতে এসেছি। ওই তথ্যগুলি আমার স্ক্রিপ্ট লেখায় সাহায্য করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *