বিবাহবিচ্ছেদ নিয়ে মোহন ভাগবতের মন্তব্যকে বোকা বোকা বলে কটাক্ষ সোনমের

আমেদাবাদে আরএসএস-এর কর্মিসভার ভাষণে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত বলেন, শিক্ষা ও স্বচ্ছলতা ঔদ্ধত্য আনে। এর জেরই বর্তমান সমাজে শিক্ষিত ও স্বচ্ছল পরিবারে বিবাহবিচ্ছেদ বেশি হচ্ছে। এই সভায় পরিবার নিয়ে যোগ দিয়েছিলেন আরএসএস কর্মীরা। সেই সভায় সঙ্ঘপ্রধান বলেন, আজকাল তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করে শিক্ষিত ও স্বচ্ছল পরিবারের মানুষ। এই কারণেই ডিভোর্সের সংখ্যা বাড়ছে বলে মত মোহন ভগবতের। তাঁর এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় উঠেছে। মোহন ভাগবতের ডিভোর্স নিয়ে মন্তব্যের কড়া সমালোচনা করেছেন অভিনেত্রী সোনম কাপুর আহুজা। নিজের টুইটার হ্যান্ডেলে অনিল-কন্যা বলেন, যাঁরা দেশকে পিছিয়ে দিতে চায়, তাঁরাই এই ধরনের কথা বলেন। তাঁর মতে, ‘কোন বুদ্ধিমান মানুষ এইধরনের কথা বলে?  ব্যাকডেটেড ও বোকা বোকা কথা বলেছেন উনি।’ অভিনেত্রীর মন্তব্যের মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। ডিভোর্সের পাশাপাশি মেয়েদের ঘরে বন্ধ করে রাখার বিরুদ্ধে সরব হন আরএসএস প্রধান। তাঁর মতে, ২০০০ বছর ধরে মেয়েদের ঘরে আটকে রাখার ফলেই এখন সমাজের এই হাল। আহমেদাবাদে আরএসএস-এর এক সভায় বক্তৃতা দিতে গিয়ে মোহন ভাগবত বলেন, ‘আজকাল দেশে বিবাহবিচ্ছেদের সংখ্যা অনেকবেশি বেড়ে গিয়েছে। মানুষ সামান্য ব্যাপারেও ঝগড়া করছে। শিক্ষিত এবং আর্থিকভাবে স্বচ্ছল পরিবারগুলির মধ্যেই বিবাহবিচ্ছেদ সবচেয়ে বেশি হচ্ছে, তার মূল কারণ শিক্ষা এবং টাকা থাকার কারণে তাদের মধ্যে অহংকার কাজ বেশি করছে। ফলে পরিবার ভেঙে যাচ্ছে।’ ভাগবত জানিয়েছেন, ‘এই কারণেই সমাজেও প্রভাব পড়ছে কারণ এই সমাজও একটা পরিবারের মতোই।’ তিনি আরও বলেন, ‘মহিলাদের বাড়ির কাজে শুধুমাত্র আটকে রাখা ঠিক নয়। ২০০০ বছর ধরে মানুষ যে রীতি মেনে আসছে তার জন্যই মহিলাদের এভাবে বাড়িতে ‘আটকানো’ হয়, যেটা উচিত নয়।’ ভাগবত এও বলেছেন, ২০০০ সালের আগে যে সময় ছিল সেটাকে তিনি ‘সোনার সময়’ বলে উল্লেখ করেছেন, তখন মহিলারা এরকম বাড়ির কাজে আটকে থাকতেন না। একইসঙ্গে তিনি ফের একবার হিন্দুরাষ্ট্রের পক্ষে সওয়াল করে বিতর্ক সৃষ্টি করেছেন। ভাগবতের এই মন্তব্যের পর বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও নিজের মন্তব্যের সমালোচনায় মুখ খোলেননি আরএসএস প্রধান মোহন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *