কোরোনা মুক্ত হলেন কৃতি স্যানন। নিজেই ইনস্টাগ্রামে এই খবর জানান অভিনেত্রী। রাজকুমার রাও ও অপারশক্তি খুরানার সঙ্গে দীনেশ ভিজান পরিচালিত পরবর্তী ছবির শুটিং করতে চণ্ডীগড়ে গিয়েছিলেন কৃতি। সেখান থেকে ফিরে আসার পরেই কোরোনায় আক্রান্ত হন তিনি। তবে সব ভালো যার শেষ ভালো। কোরোনাকে জয় করলেন কৃতি স্যানন। ইনস্টাস্টোরিতে একটি বিবৃতি দিয়ে কৃতি জানিয়েছেন, “আমি কোরোনা মুক্ত, সবার সঙ্গে এই খবর শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। বিএমসি কর্মী, অ্যাসিসটেন্ট কমিশনার শ্রী বিশ্বাস মোটে ও আমার ডাক্তারদের অনেক ধন্যবাদ জানাব।” যে সমস্ত অনুরাগীরা এতদিন ধরে কৃতির আরোগ্য কামনা করেছেন, তাঁদের ধন্যবাদ জানাতেও ভুললেন না অভিনেত্রী।
