বছর শেষে পুরনো ছন্দে ফিরলেন ঋতব্রত মুখোপাধ্যায়

বছর শেষে লুক বদলালেন ঋতব্রত মুখোপাধ্যায়। লকডাউন শুরু হতেই নিজেকে ঘরবন্দি করে ফেলেছিলেন নব্য প্রজন্মের অভিনেতা। পার্লারে পর্যন্ত যাননি। ফলে, গোঁফ, দাড়ি, চুল দৈর্ঘ্যে বেড়েছে অবাধে। ঋতব্রতর এই অগোছালো লুক ভাইরাল হয়েছিল তখন। এই লুকেই তিনি অভিনয় করেছিলেন পরিচালক অভিনন্দন দত্তের দ্বিতীয় ওয়েব সিরিজ ‘উত্‍সবের পরে’-তে। এবার তিনি আবার ফিরলেন পুরনো ছন্দে। দাড়ি-গোঁফ কেটে ক্লিন শেভড। কাঁচির কোপে চুল আবার আগের মতোই ঘাড়ের উপরে। নয়া সংযোজন, সামনে স্পাইক করেছেন অভিনেতা।