লাস্যময়ী নুসরত-এ মুগ্ধ নেটিজন

ফের অনুরাগীদের মনে ঝড় তুললেন নুসরত জাহান। সোশ্যাল হ্যান্ডেলে নিজের মিউজিক ভিডিও প্রকাশ্যে আনেন অভিনেত্রী। সেখানে ফুটে উঠল নুসরতের লাস্যময়ী রূপ। ব়্যাচেল প্ল্যাটেনের গাওয়া বিখ্যাত গান ‘স্ট্যান্ড বাই ইউ’-এ ভিডিও শুট করেন অভিনেত্রী। নুসরতের মোহময়ী রূপে মুগ্ধ তাঁর ভক্তরা। ভিডিওটি শেয়ার করে নুসরত লেখেন, “নিজের খুশি খুঁজে নাও । যদি তুমি সুখী হতে চাও, তাহলে হও…”। নুসরতের এই ভিডিয়োর নিচে কমেন্ট বক্সে মিমি চক্রবর্তী আর যশ দাশগুপ্ত মন খুলে খুনসুটি করেছেন। তাঁদের খুনসুটিতে যোগ দিয়েছেন নুসরতও। দার্শনিক ভাষায় লিখেছেন, “স্বর্গ আসলে একটা মিথ, নরকই আসল…”।