দাদু-নাতির চরিত্রে আমির-দর্শিল

আগেই খবর এসেছিল ১৬ বছর পর আবারও স্ক্রিন শেয়ার করতে চলেছেন আমির খান ও দর্শিল সাফারি। তবে ঠিক কী বিষয় তারা স্ক্রিণ শেয়ার করছেন তা পরিষ্কার ছিল না। এবার স্পষ্টভাবে বোঝা গেল একটি বিজ্ঞাপনের কাজে আমির এবং দর্শিল এক সঙ্গে কাজ করেছেন। প্রকাশ্যে এসেছে তাঁদের নতুন বিজ্ঞাপনটি। এই বিজ্ঞাপণটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দর্শিল। পোস্টের সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, ‘আমির খানের সঙ্গে যুক্ত হন তিনি একটি সময়ের সঙ্গে অ্যাডভেঞ্চারে যাচ্ছেন।’ এছাড়াও দর্শিল এর আগে বিজ্ঞাপনে আমির খানের কিছু ঝলক নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘এটা আমিরের মাল্টভার্স আর আমরা সেখানে বাস করছি। আর ৩ দিন বাকি।’ বিজ্ঞাপনটিতে এবার দাদু-নাতির চরিত্রে দেখা দিল আমির-দর্শিল। নাতির ভূমিকায় দেখা গিয়েছে দর্শিলকে। এবং দাদুর চরিত্রে আমিরকে দেখা গিয়েছে। বিজ্ঞাপনে, দর্শিল কলেজ প্রত্যাখ্যান, বান্ধবী নেই- জীবনের চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করে। সেই সময়ই তাঁর দাদু অর্থাৎ আমির খান আসেন এবং তাঁকে সান্ত্বনা দেন। বিজ্ঞাপণটি একটি ম্যাজিক্যাল মোড় নেয় যখন সেখানে এক ধরণের পানীয় খায় দর্শিল। সে এক চুমুক করে পান করতে থাকে, আর বিভিন্ন যুগে নিয়ে যায়। দর্শিল যখন বিভিন্ন যুগে পৌঁছে যাওয়ার পর আমির খানের বিভিন্ন জন্মের সঙ্গে তাঁর আলাপ হয়। আমির খানের প্রত্যেকটা অবতার দেখে মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে দর্শিল। অভিনেতার দাদু হিসাবে আমির খানের প্রাথমিক চেহারায় ঘন, লম্বা দাড়ি এবং বড় বড় চুল। অন্যদিকে দর্শিল একেবারে যুব সম্প্রদায়ের মত চেহারায় ধরা দিয়েছে। আমির খান কখনও প্লেন চালাচ্ছেন, আবার কখনও চাঁদে পৌছে গিয়েছেন। আবার তিনি একজন সাহসী পর্বতারোহী, আবার একজন ক্যারিশম্যাটিক জাদুকরও। প্রত্যেক অবতারে আমির খান ফ্যানেদের মন জয় করে নিয়েছেন। এই বিজ্ঞাপনটি আরও আকর্ষিত হয়ে ওঠে যখন, আমির খান ধরা দেয় একজন আদিমানবের রূপে। পুরো বিজ্ঞাপনটিতে দাদু-নাতনির সম্পর্কে খুব সুন্দরভাবে ফুটে ওঠে। একদম শেষে এসে আমরা দেখতে পাই, দাদুর দুঃসাহসিক মনোভাব নাতিকে নিজের জীবনযুদ্ধে লড়ার জন্য অনুপ্রাণিত করে তুলছে।