শ্বেতার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন আদিত্য নারায়ণ

বিয়ে করলেন আদিত্য নারায়ণ।  দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা আগরওয়ালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি।  পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই বসে শ্বেতা এবং আদিত্যর বিয়ের আসর।বিয়ের আসরে সাদা এবং সোনালী রঙের শেরওয়ানি, কুর্তা পরতে দেখা যায় আদিত্য নারায়ণকে। রং মিলিয়ে শ্বেতার পরনেও ছিল সাদা এবং সোনালী রঙের লেহঙ্গা। করোনার জেরে পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে আদিত্য-র বিয়ের আসর বসে।  বিয়ের পর রিসেপশনে বলিউডের ৫০ জন তাবড় তারকাকে আমন্ত্রণ জানানো হয় বলে জানা গেছে।