সম্প্রতি কন্যা সন্তানের অভিভাবক হয়েছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। সন্তানের জন্মের পর থেকে দেশের অন্যতম পাওয়ার কাপল-এর জীবন যে এক্কেবারে বদলে গিয়েছে, তা বেশ স্পষ্ট। এবার মেয়ের জন্মের পর ট্যুইটারে নিজের বায়ো পালটে ফেললেন বিরাট কোহলি। ক্রিকেটারের জয়াগায় বিরাট বর্তমানে নিজেকে ‘আ প্রাউড হাজব্যান্ড অ্যান্ড ফাদার’ বলে উল্লেখ করেন বিরাট কোহলি। বিরাটের নতুন পরিচিতি দেখে তাঁর অসংখ্য অনুরাগী এবং ভক্ত আপ্লুত হয়ে পড়েন।