Entertainment News Portal
সুধা কোঙ্গারা প্রসাদ পরিচালিত তামিল ছবি ‘সুরারাই পোট্রু’, যার হিন্দি রিমিক ছবিতে অভিনয় করতে দেখা যেতে পারে অক্ষয় কুমারকে। উত্তর ভারতের কোনও এক শহরকে নিয়ে তৈরি হবে এই ছবিটি। হিন্দি রিমিক ছবিটির পরিচালনা করবেন সুধা কোঙ্গারা প্রসাদ নিজেই।