অযোধ্যায় মহরত ‘রাম সেতু’-র, হাজির গোটা টিম

অযোধ্যায় মহরত হল ‘রাম সেতু’-র। মহরতের জন্য অযোধ্যায় পৌঁছে গিয়েছেন ‘রাম সেতু’-র গোটা টিম। প্রসঙ্গত, রাম সেতুর গল্প পুরাণ নির্ভর। তামিলনাড়ু থেকে শ্রীলঙ্কাকে জুড়েছিল একটি সেতু যা ‘অ্যাডামাস ব্রিজ’ নামে পরিচিত। যে সেতুটির নির্মাণ রাম ও বানর সেনা করেছিলেন বলেই হিন্দু পুরাণে বর্ণনা রয়েছে। সেই সেতুকে কেন্দ্রে করেই আবর্তিত হবে ছবির গল্প। ইতিমধ্যেই  প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। ‘রাম সেতু’ ছবিতে অক্ষয় কুমারকে দেখা যাবে এক প্রত্নতত্ত্ববিদ-এর ভূমিকায়। অক্ষয় ছাড়াও রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, নুসরত বারুচা। মহরতের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘জার্নি শুরু হল’। অক্ষয় আরও লেখেন, ‘স্পেশ্যাল ফিল্ম, স্পেশ্যাল শুরু। টিম রামসেতু মহরত শটের জন্য অযোধ্যায় যাচ্ছে। যাত্রা শুরু হল। আপনাদের আশীর্বাদ প্রয়োজন।’ এই ছবিতে এক প্রত্নতত্ত্ববিদের ভূমিকায় অভিনয় করবেন অক্ষয়। অযোধ্যায় কিছুটা শুটিং হলেও এর ৮০ শতাংশ শুটিং হবে মুম্বইতেই। অক্ষয় আগেই জানিয়েছিলেন, এই ছবির চিত্রনাট্যই আসল। সেটা তাঁর এত পছন্দ হয়েছিল, যে রাজি না হওয়ার কোনও কারণই ছিল না। একসঙ্গে বসে চিত্রনাট্য পড়ার সময়টাও এনজয় করেছিলেন তাঁরা।  অভিষেক শর্মা পরিচালিত এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। ‘রাম সেতু’র সহ প্রযোজনা করবে ‘আমাজন প্রাইম ভিডিও’। অক্ষয়ের কথায়, ”রাম সেতুর গল্প আমাকে চিরকাল উদ্দীপ্ত করেছে ও অনুপ্রেরণা জুগিয়েছে। এটি শক্তি, সাহসিকতা এবং প্রেম এবং অনন্যভাবে ভারতীয় মূল্যবোধের প্রতিনিধিত্ব করে যা আমাদের মহান দেশের নৈতিক ও সামাজিক কাঠামো গঠন করেছে। রাম সেতু হ’ল অতীত, বর্তমান এবং ভবিষ্যতকে জুড়েছে এমন একটি সেতু। ভারতীয় ঐতিহ্যের সঙ্গে জুড়ে রয়েছে এমন একটি ছবির গল্পের অংশ হতে পেরে আমি খুশি। আমাজন প্রাইম ভিডিওর মাধ্যমে গল্পটি ভৌগলিক পরিসীমা ছাড়বে এবং বিশ্বজুড়ে দর্শকদের কাছে পৌঁছে যাবে।” ছবি প্রযোজনার বিষয়ে আমাজন প্রাইম ভিডিও ইন্ডিয়ার কর্ণধার বিজয় সুব্রহ্মণিয়াম বলেন, ”ভারতীয় ঐতিহ্যের সঙ্গে জুড়ে রয়েছে এমন একটি ছবিতে সহ প্রযোজকের ভূমিকায় অবতীর্ণ হতে পেরে আমরা খুশি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *