২০২৪ সালের সবচেয়ে প্রতীক্ষিত অ্যাকশন সিনেমা ‘বাড়ে মিয়াঁ ছোট মিয়াঁ’। এই ছবিতে পাওয়ার প্যাকড অ্যাকশন করতে দেখা যাবে টাইগার শ্রফ এবং অক্ষয় কুমারকে। এই ছবির পরিচালক আলি আব্বাস জাফর। অবশেষে মুক্তি পেল ‘বাড়ে মিয়াঁ ছোট মিয়াঁ’-র ট্রেলার। ট্রেলারের শুরুতেই হাড়হিম করা এক কন্ঠে বলতে শোনা যায়, ‘সবথেকে ভয়নক শত্রু সে হয়, যার মধ্যে মৃত্যু ভয় থাকে না। এ এমন এক শত্রু, যার নাম-পরিচয়, কেউ জানে না, চেহারাও কেউ দেখেনি। তাঁর লক্ষ্য শুধু একটাই, বদলা।’ এবার এমনই এক বধ্য উন্মাদ, ভয়নক শত্রুর সঙ্গে লড়াই করবে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। এই ছবিতে ভারতীয় সেনা অফিসারদের চরিত্রে অভিনয় করেছেন এই জুটি। ট্রেলারেই স্পষ্ট যে এই ছবি অ্যাকশনে ভরপুর। আর বাস্তবে অক্ষয় ও টাইগার দুই অভিনেতাই মার্শাল আর্টে দক্ষ। দেশের ভয়ানক শত্রুর অবতারে যাঁর মুখ দেখা যাচ্ছে না, সেই চরিত্রে অভিনয় করছেন পৃথ্বীরাজ সুকুমারন। ট্রেলারে পরিচয় ও চেহারা গোপনে রাখা পৃথ্বীরাজকে একজন সাইকোপ্যাথ হিসাবে চিত্রিত করা হয়েছে। যিনি ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সম্পদ চুরি করেছেন। আর সেই অস্ত্র তিনি মানবতার বিরুদ্ধে মারাত্মক অস্ত্র হিসাবে ব্যবহার করছেন। এমন ভয়ানক শত্রুর সঙ্গে লড়াই করবে ভারতীয় সেনা। এখানে সেনাপ্রধানের চরিত্রে অভিনয় করেছেন রণিত রায়। যিনি শত্রুর সঙ্গে লড়াই করার জন্য তাঁর টিমের দুই সেরা অফিসারদের নিয়োগ করেন। ট্রেলারটিতে গুলির লড়াই, বোমা বিস্ফোরণ, যুদ্ধের দৃশ্য সবই উঠে এসেছে। ট্রেলারে দেখা গেল মানুষী চিল্লার ও আলিয়া এফকে। যাঁরা ভারতীয় সেনাবাহিনীর আন্ডারকভার অ্যাসেট এবং আইটি বিশেষজ্ঞের চরিত্রে অভিনয় করছেন।যাঁরা লড়াইয়ে অক্ষয় ও টাইগারকে সহযোগিতা করবেন। ট্রেলারে অক্ষয়-টাইগারকে দেশের জন্য নিবেদিত প্রাণ হিসাবে তুলে ধরা হয়েছে। তাঁদের বলতে শোনা গেল ‘আমরা আমাদের বন্ধুত্বের জন্য আমাদের জীবন উৎসর্গ করতে পারি আবার একে অপরের জীবনও নিতে পারি।’ টড়েলারে কিছু জায়গায় সোনাক্ষী সিনহাকেও দেখা যায়।