প্রয়াত কিংবদন্তি বেতার সঞ্চালক তথা ঘোষক আমিন সায়ানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ১৯৩২ সালের ২১ ডিসেম্বর মুম্বইয়ের এক বহুবাসী পরিবারে জন্ম তাঁর। ‘রেডিয়ো সিলোনে’ যখন শোনা যেত তাঁর সেই বিখ্যাত কণ্ঠ, তাঁর সেই অননুকরণীয় বাচনভঙ্গিতে ‘নমস্কার ভাইয়োঁ অউর ব্যহেনো, ম্যাঁয় আপকা দোস্ত আমিন সায়ানি বোল রাহা হুঁ’ তখন নড়েচড়ে বসতেন সংগীতপ্রেমীরা। তাঁর সঞ্চালিত বিখ্যাত অনুষ্ঠান ছিল ‘বিনাকা গীতমালা’। এটি প্রথমে বেতার সিলোনে পরে ভারতের বেতারের বিবিধ ভারতীতে টানা ৪২ বছর ধরে চলেছিল। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হন সায়ানি। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। কিন্তু কিছু করা গেল না। মুম্বইয়ের এইচএন রিলায়ান্স হসপিটালে আজ সকাল ৭টার সময়ে মৃত্যু হয় তাঁর। তাঁর পুত্র রজিল সায়ানি এখবর জানান। আরও জানা যায়, গত প্রায় ১২ বছর ধরে পিঠের ব্যথাতেও ভুগছিলেন আমিন। সেই কারণে হাঁটাচলার জন্য ওয়াকার ব্যবহার করতে হত তাঁকে।