প্রকাশ্যে ‘রামযুগ’-এর ফার্স্টলুক, নেপথ্যে ‘হনুমান চালিশা’-এ কন্ঠ দিলেন বিগ বি

প্রকাশ্যে এল কুণাল কোহলি নির্মিত সিরিজের ফার্স্টলুক। এম এক্স অরিজিনাল সিরিজ ‘রামযুগ’। এই সিরিজের বিশেষ উপস্থাপনা ‘হনুমান চালিশা’। যেখানে কণ্ঠ দিয়েছেন ওমিতাভ বচ্চন, উপস্থাপনায় উস্তাদ জাকির হুসেন, কম্পোজার রাহুল শর্মা, লিরিক্স অমন অক্ষর। শোনা যাচ্ছে এই নতুন সিরিজ ‘রামযুগ’-এ দেখা যাবে বেশ কিছু নতুন মুখ। পাশাপাশি, রাম ও সীতার চরিত্রেও থাকছে একেবারে নতুন চমক। 

https://www.instagram.com/tv/CN2GGMHpCwf/?utm_source=ig_web_copy_link