কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী-র পুরস্কার পেলেন বঙ্গতনায় অনুসূয়া

সাংস্কৃতিক ক্ষেত্রে কলকাতার গর্ব আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন বঙ্গতনায় অনুসূয়া সেনগুপ্ত। বিশ্ব বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে জিতে নিলেন সেরা অভিনেত্রী-র পুরস্কার। বুলগেরিয়ান পরিচালক কনস্টানটিন বোজানভ পরিচালিত ছবি ‘দ্য শেমলেস’-এর হাত ধরে এই শিরোপা পেলেন বাঙালি অভিনেত্রী। অনুসূয়াই প্রথম ভারতীয় যিনি কান উৎসবে Un Certain Regard বিভাগে পুরস্কার পেলেন। ‘দ্য শেমলেস’- আবর্তিত রেণুকাকে ঘিরে। এক পুলিশ অফিসার দিল্লির যৌনপল্লী থেকে পালায় সে। তার জীবনের ওঠাপড়া নিয়েই বোনা হয় ছবির গল্প। সেই রেণুকার ভূমিকাতেই অভিনয় করেছেন বাংলার অনুসূয়া। জানা যায়, খাস কলকাতাতেই বেড়ে ওঠেন অনুসূয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাঁর পড়াশোনা। অনুসূয়াকে অতীতে বাংলা ছবিতেও দেখা গিয়েছে। অঞ্জন দত্ত পরিচালিত ‘ম্যাডলি বাঙালি’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।