২০০১ সালে মুক্তি পায় অনিল কাপুর ও রানি মুখোপাধ্যায় অভিনীত ‘নায়ক’। প্রবল জনপ্রিয়তা লাভ করে সেই ছবি, যা আজও দর্শকদের কাছে সমান পছন্দের। আগেই খবর ছিল, সেই ছবির সিক্যুয়েল অর্থাৎ নায়ক ২ আসতে চলেছে। এবার তাতে সিলমোহর দিলেন প্রযোজক দীপক মুকুট। মুম্বই সংবাদমাধ্যমকে তিনি জানান, অনিল কাপুরের সঙ্গে ২৩ বছর পর জুটি বাঁধতে দেখা যাবে রানি মুখোপাধ্যায়কে। এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। তবে ‘নায়ক ২’-র শুটিং খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে বলে জানিয়েছেন প্রযোজক।