Entertainment News Portal
বলিউড হোক কিংবা টলিউড বক্স অফিসে এখন ভালোই ঝর তুলছে। পরিচালক অনীশ বাজমির ছবি ‘ভুল ভুলাইয়া ২’ যা মুক্তি পেয়েছে ২০শে মে, এই চার দিনে টপ তিনে জায়গা করে নিল। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তার সোশ্যাল মিডিয়াতে ছবির পোস্টার শেয়ার করে এই খবরটি জানায়।