মির্জা ছবির শুটিং চলাকালীন আহত হয়েছিলেন অঙ্কুশ হাজরা। গুরুতর চোট লেগে ভেঙেছিল পা। এবার সেই অপারেশন করালেন অভিনেতা। সেই নিয়েই সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন অভিনেতা। এদিন দুপুরে অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লেখেন, ‘সকলের ভালোবাসা এবং শুভেচ্ছায় আমি ১৫ দিনেই মির্জার ৯৮ শতাংশ হেভি অ্যাকশন শিডিউলের শুটিং করে ফেলেছি তাও ভাঙা পা নিয়েই। সহ্য করেছি অসহ্য যন্ত্রণা। যখন যন্ত্রণাটা মাত্রাছাড়া হয়ে যাচ্ছিল তখন একটাই কথা ভেবেছি আমি আমার দর্শকদের হারতে দেব না। অবশেষে আমি অপারেশন করলাম। আর কয়েকদিনেই আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। এবার আমায় নিজেকে প্রস্তুত করতে হবে বাংলার এক নম্বর ডান্স নম্বর গানটির জন্য। সবার জন্য অনেক ভালোবাসা।’