বর্তমানে অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন-এর বিয়ের গুঞ্জন তুঙ্গে। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে নতুন ছবি প্রকাশ্যে এনে সেই জল্পনা আরও উস্কে দিলেন টলিউডের এই জনপ্রিয় জুটি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন অঙ্কুশ হাজরা। ছবিতে একটি নেমপ্লেট দেখা যায়। সেখানে অঙ্কুশ-ঐন্দ্রিলার নাম লেখা রয়েছে। ছবির সঙ্গে ক্যাপশন দিয়ে অঙ্কুশ লেখেন, ‘ কিছু জিনিস জীবনে ম্যাজিক বলেই মনে হয় আপাতত অনুভূতিটা এইটুকুই প্রকাশিত থাক।’ অভিনেতার ওই স্টেটাস চোখে পড়ার পর থেকেই তাঁদের ভালবাসা জানাতে শুরু করে তৃণা সাহা, দর্শনা বণিক, ঋতাভরী চক্রবর্তী-সহ একাধিক অভিনেতা। বিয়ের আগেই ভক্তদে চমকে দিয়ে অঙ্কুশ, ঐন্দ্রিলা তাঁদের নতুন বাসস্থান তৈরি করে ফেললেন বলেই মনে করছেন তাঁদের ভক্তরা। ঐন্দ্রিলাও নিজের ইনস্টা হ্যান্ডেলের স্টোরিতে নতুন ফ্ল্যাটের ছবি শেয়ার করেন।