অনুরাগীদের বহু প্রতীক্ষার পর এবার বড়পর্দায় আসতে চলেছে ‘টাইগার থ্রি’। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর দিনেন বলিউডের ভাইজান সলমন খান। আগামী বছর ইদের সময়েই মুক্তির পাবে ছবিটি। সোশ্যাল মিডিয়ায় ছবির কিছু ঝলক শেয়ার করেন অভিনেতা, সেখানেই জানায় আগামী ২১শে এপ্রিল ২০২৩ সালে মুক্তির পাবে সলমন খান অভিনীত ছবি ‘টাইগার থ্রি’। এই খবরটি ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়াও ঘোষণা করেছেন। দর্শকরা অধীর আগ্রহে আছেন ছবিটি দেখার অপেক্ষায়।