মা মেয়ের সম্পর্কের গল্প নিয়ে আসছে ‘চিনি’

মা মেয়ের সম্পর্ক তো চিনির মত মিষ্টি, তাই না? এমন ক্যাপশন দিয়ে প্রকাশ্যে আনা হল পরিচালক মৈনাক ভৌমিকের ছবি ‘চিনি’-র প্রথম পোস্টার। এস ভি এফ-এর প্রযোজনায় তৈরি হয়েছে ছবিটি। প্রযোজনা সংস্থার তরফে প্রকাশ্যে আনা হয়েছে ‘চিনি’-র এই পোস্টার। বিধবা মা ও তাঁর একমাত্র মেয়ে চিনির গল্প নিয়ে আসছে এই ছবি। ছবিতে বিধবা মা সরোজিনি বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। আর তাঁর মেয়ে চিনি ওরফে অদিতি বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে মধুমিতা সরকারকে। পোস্টারে দেখা যাচ্ছে একই সোফায় মা ও মেয়েকে একে অপরের বিপরীত দিকে মুখ করে বসে থাকতে। ‘চিনি’ পরিচালনার পাশাপাশি গল্পও লিখেছেন মৈনাক ভৌমিক। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন প্রসেন এবং অমিত-ঈশান। সম্পাদনার দায়িত্বে ছিলেন সংলাপ ভৌমিক। সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন প্রসেনজিত চৌধুরী। চিনি ছবিটি সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী অপরাজিতা আঢ্য বলেন, ”ছবিটা একটা মা ও মেয়ের গল্প। যেখানে মেয়ে চিনির মনে হবে তাঁর মা তাঁকে একেবারেই বুঝতে চাইছেন না। চিনি তাই তাঁর মায়ের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করে। যদিও তাঁর মায়ের তাতে আপত্তি নেই। চিনির মাও তাঁর জীবনটা একরকম ভাবে সাজিয়েছে, সেটা হয়ত বা তাঁর মেয়ের চোখে ভুল। দুজনের জীবনই দুভাবে চলে, তবে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে দুজন দুজনের কাছে আসে। চিনি উপলব্ধি করে মা আসলে মা-ই হয়। মায়ের মত করে পৃথিবীতে আর কেউ বোঝে না। তবে সেটা কীভাবে তা জানতে গেলে কিন্তু সিনেমাটা দেখতে হবে।” বড়দিনে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ তে মুক্তি পাবে ‘চিনি’।

https://www.facebook.com/SVFsocial/photos/a.116927755010043/3545717282131056/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *