করোনা যুদ্ধে মুক্ত হস্তে দান করলেন অর্জুন-অংশুলা

করোনার ছবলে সবকিছু টালমাটাল হয়ে গিয়েছে। দেশে করোনার দ্বিতীয় ঢেউতে মানুষের নাজেহাল দশা। সারা দেশে এখন করোনা জন্য হাহাকার পড়ে গিয়েছে। মুম্বইয়ের অবস্থা বেশ শোচনীয়। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কোথাও নেই অক্সিজেন, নেই বেড। হাসপতালালের ডাক্তারর নিজেদের অসহায় বোধ করছেন। মৃত্যুর হারও ক্রমশ বাড়ছে। কোনও ভাবেই সংক্রমণ আটকানো যাচ্ছে না। বলি তারকাদের অনেকেই এই পরিস্থিতিতে এগিয়ে এসেছেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাস্তবের রুক্ষ মাটি…. মানুষের কাঁধে হাত রেখে বলছেন ‘পাশে আছি ।’ এই কঠিন কঠোর পৃথিবীতে এর থেকে আর বেশি কী-ই বা দরকার । দেশ জুড়ে আজ বহু তারকারা তাঁদের ঝুলি উপুড় করে দিয়েছেন । কেউ দান করেছেন দেশের তহবিলে, কেউ দিচ্ছেন অক্সিজেন সিলিন্ডার, কেউ বিশ্ববাসীর থেকে জোগাড় করছেন অনুদান। এবার এগিয়ে এলেন বলি-অভিনেতা অর্জুন কাপুর ও তাঁর বোন অংশুলা কাপুর। নিজেদের সাধ্য মতো দিয়ে এ বার পাশে দাঁড়ালেন অর্জুন-অংশুলাও। দু’জনেই মুক্ত হস্তে দান করলেন করোনা যুদ্ধে। অনলাইন সেলিব্রিটি ফান্ড রাইজিং-এর মাধ্যমে এই বিপুল অঙ্কের টাকা তুলেছেন প্রযোজক বনি কাপুর ও মোনা কাপুরের দুই ছেলেমেয়ে। জানা গিয়েছে, নিজেদের উদ্যোগে এক কোটি টাকার ব্যবস্থা করতে পেরেছেন তাঁরা। প্রায় ৩০ হাজার করোনা আক্রান্ত রোগী এবং তাঁদের পরিবারের সেবায় লাগবে এই টাকা। এই প্রসঙ্গে অর্জুন কাপুর জানিয়েছেন, তাঁর জীবনের অনেকটা সঞ্চয় এই কাজে দান করেছেন তিনি। আর সেটা করতে পেরে দারুণ খুশি তিনি ।অর্জুন সাংবাদিকদের বলেন, “প্যানডেমিক আমাদের ভয় পাইয়ে দিয়েছে। এটা শিখিয়েছে কীভাবে যত বেশি সম্ভব মানুষকে নিজেদের মতো করে সাহায্য করা যায়। অংশুলা এবং আমি ফ্যানকাইন্ড-এর মাধ্যমে কিছু দেওয়ার চেষ্টা করেছি। আমার ভাল লাগছে, এই কঠিন পরিস্থিতিতে এক কোটি টাকা অনুদান জোগাড় করতে পেরেছি। যা প্রায় ৩০ হাজার মানুষের কাজে লাগবে।”অর্জুন আরও জানান, মাসিক খাবার, পরিযায়ী শ্রমিকদের হাতে নগদ টাকা, কোভিড ১৯-এর কিট কেনার কাজে এই টাকা ব্যবহার করা হবে। তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বলি মহলের বহু সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *