প্রয়াত অভিনেত্রী বেবি গিরিজা

প্রয়াত হলেন প্রখ্যাত অভিনেত্রী বেবি গিরিজা, শেষকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। শনিবার চেন্নাইয়ের আন্না নগরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। গিরিজা ‘জীবিতা নৌকা’ নামক মালয়ালম সিনেমার মাধ্যমে খ্যাতি অর্জন করেন। সিনেমাটি মুক্তি পায় ১৯৫১ সালে। কে ভেম্বুর পরিচালনায় বেবি গিরিজা বি এস সরোজার লেখা চরিত্রে শৈশবের অংশগুলিতে অভিনয় করেন। এর পরের সময়কালে, বেবি গিরিজা ‘আচান’, ‘বিশাপিন্দে ভিলি’, ‘প্রেমালেখা’, ‘আভান বরুন্নু’ এবং ‘পুত্র ধর্মম’ সহ বেশ কয়েকটি মালায়ালাম ছবিতে অভিনয় করেছিলেন। আজ, রবিবার চেন্নাইয়ে গিরিজার শেষকৃত্য সম্পন্ন হবে। গিরিজা ছিলেন কান্নুরের বাসিন্দা অনন্তন ও সুনীতার মেয়ে। অনন্তনের কাজের অংশ হিসাবে পরিবারটি আলাপ্পুঝায় স্থানান্তরিত হয়েছিল। সেখানে তাঁর চেনাজানা লোকেদের হাত ধরে গিরিজার জন্য সিনেমার পথ তৈরি হয়। বিগত দিনের এই নায়িকা একজন দক্ষ নৃত্যশিল্পীও ছিলেন। জীবনের শেষ পর্যায়ে, তিনি অভিনয় ছেড়ে দেন এবং চেন্নাইয়ের ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে চাকরি নেন। তার স্বামী আগেই মারা গেছেন। এই দম্পতির কোনো সন্তান ছিল না।