বাফটা মেমোরিয়াম বিভাগে শ্রদ্ধার্ঘ্য ইরফান খান, ঋষি কাপুরকে

ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে শ্রদ্ধার্ঘ্য জানানো হল বলিউডের প্রয়াত দুই অভিনেতাকে। ৭৪তম পুরস্কার বিতরণী পর্বে ইরফান খান ও ঋষি কাপুরকে স্মরণ করে তাঁদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বাফটা ৷ ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে পরাজিত হয়ে ২০২০ সালে মৃত্যুর কোলে ঢলে পড়া চাডউক বোসম্যানকেও এই আন্তর্জাতিক মঞ্চ থেকে শ্রদ্ধা জানিয়েছে বাফটা৷ দু-দিন ব্যাপী এই অনুষ্ঠানের মেমোরিয়াম বিভাগে ইরফান খান, ঋষি কাপুর ও চাডউইক বোসম্যানকে শ্রদ্ধা জানানো হয়৷ এ ছাড়াও শ্রদ্ধা জানানো হয় সিয়ান কোনারি, কির্ক ডগলাস, ইয়ান হোলম, বারবারা উইন্ডসোর, জর্জ সিগাল, ক্রিস্টোফার প্লামারকেও ৷ টানা দু’ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর গত বছর ২৯ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইরফান খান ৷ ২০১৮ সালে নিউরোএনডোক্রাইন টিউমার ধরা পড়ার পর ব্রিটেনে চিকিত্সা চলছিল তাঁর ৷ তিন দশকের ফিল্মি জীবনে বলিউড ও হলিউডকে একগুচ্ছ মনে রাখার মত ছবি উপহার দিয়েছেন তিনি ৷ তাঁর মকবুল, পান সিং তোমর, দ্য লাঞ্চ বক্স, ইনফারনো, লাইফ অফ পাই ও জুরাসিক ওয়ার্ল্ড আজও সিনেপ্রেমীদের মনের মণিকোঠায় ৷ গত বছর ইরফান খানের প্রয়াণের পরদিনই বলিউডে আসে আরও একটা শোকসংবাদ ৷ প্রয়াত হন ঋষি কাপুর ৷ ২০১৮ সালে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ৷ তাঁর চিকিত্সা চলছিল নিউ ইয়র্কে ৷ ২০১৯ সালের সেপ্টেম্বরে তিনি দেশে ফিরেও আসেন ৷ তবে তার কয়েক মাসের মধ্যেই তাঁর জীবনাবসান হয় ৷ ববি, চাঁদনি, অমর আকবর অ্যান্টনি, প্রেম রোগ, নাগিনা, মেরা নাম জোকার, কর্জ, বোল রাধা বোল, দামিনী-সহ একাধিক সুপারহিট ফিল্ম রয়েছে তাঁর ৷ হিন্দি ছবির ইতিহাসে এই দুই তারকার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। আর তাঁদেরই শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ছবির গুরুত্ব নিয়ে আরও একবার স্পষ্ট বার্তা দিল বাফটা। বাফটা পুরস্কারের মঞ্চে নিজেদের প্রিয় তারকার মুখ ভেসে উঠতে দেখে স্বভাবতই আবেগঘন ইরফান-ঋষি ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের সেই আবেগ উজাড় করে দিয়েছেন তাঁরা। রবিবার রাতে মেমোরিয়াম বিভাগে বিশ্বের বিনোদন জগতের ৪০ জনকে শ্রদ্ধা জানায় বাফটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *