কোভিড আক্রান্ত বাপ্পি লাহিড়ী

কোভিড আক্রান্ত হলেন গায়ক তথা সুরকার বাপ্পি লাহিড়ী। অসুস্থ অবস্থায় তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাপ্পির পরিবার এবং মুখপত্রের পক্ষ থেকে এক লিখিত বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়। ওই বিবৃতি লেখা হয়েছে, ‘সব রকম সাবধানতা নেওয়া সত্ত্বেও দুর্ভাগ্যজনক ভাবে বাপ্পি লাহিড়ি করোনা আক্রান্ত হয়েছেন। ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পেশাদারদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। দাদার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, যাঁরা সদ্য বাপ্পিদার সংস্পর্শে এসেছেন, তাঁরা সাবধান হোন, দ্রুত পরীক্ষা করিয়ে নিন।’ বাপ্পি লাহিড়ীর মেয়ে রেমা জানিয়েছেন, তাঁর বাবা নিয়মিত করোনা সংক্রান্ত সমস্ত নির্দেশিকা পালন করতেন এবং সমস্ত ধরনের সতর্কতাই বজায় রাখতেন। কিন্তু তা সত্ত্বেও তিনি করোনা আক্রান্ত হয়েছেন। শরীরে করোনার উপসর্গ দেখা মাত্রই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। গত কয়েকদিনে বাপ্পি লাহিড়ী এবং তাঁর পরিবারের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের প্রত্যেককে করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন রেমা। এর পাশাপাশি প্রার্থনার জন্য সকল অনুরাগীদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করে রেমা জানিয়েছেন,”বাবা খুব শীঘ্রই বাড়িতে ফিরবেন।শুভকামনার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ”। উপসর্গ থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে,বলেই জানানো হয়েছে হাসপাতালের তরফে। আপাতত বেশ কিছু সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে এই ৬৮ বছর বয়সী জনপ্রিয় সংগীতশিল্পীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *