বলিউড-যাত্রা শুরু করলেন দেবচন্দ্রিমা

এবার হিন্দি ধারাবাহিকে মুখ্য চরিত্রে সুযোগ পেয়ে বলিউড-যাত্রা শুরু করলেন আর এক অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। কালারস চ্যানেলের নতুন সুপার ন্যাচারাল ধারাবাহিক ‘সুহাগন চুড়েল’-এ তিন মুখ্য চরিত্রের অন্যতম দেবচন্দ্রিমা। সম্প্রতি ধারাবাহিকের ‘প্রোমো’ প্রকাশ্যে এসেছে। সেখানে দেবচন্দ্রিমার লুক দেখে অনুরাগীদের মধ্যে উৎসাহ বেড়েছে। ধারাবাহিকের শুটিং চলছে পুরোদমে। ধারাবাহিকে দিয়া চরিত্রে দর্শক দেবচন্দ্রিমাকে দেখবেন। তবে চরিত্র নিয়ে এখনই অভিনেত্রী খুব বেশি খোলসা করতে রাজি নন। বাংলার কাজের সঙ্গে মুম্বইয়ে শুটিংয়ের মধ্যে যে বিস্তর কোনও ফারাক রয়েছে, তা মানতে নারাজ দেবচন্দ্রিমা। বরং জানালেন, আসল চ্যালেঞ্জ ভাষা। তাঁর কথায়, ‘‘সাধারণ জীবনে যে হেতু আমরা হিন্দি বলতে অভ্যস্ত নই, তাই সেটা অনেক সময়ে সমস্যা হতে পারে। হিন্দিতে অনেক উর্দু শব্দ থাকে। তাই ভাল করে চিত্রনাট্য পড়ছি।’’ তবে হিন্দির জন্য আলাদা কোনও প্রশিক্ষণ তিনি নিচ্ছেন না, বলেই জানালেন দেবচন্দ্রিমা। তাঁর কথায়, ‘‘এটা আমার কাছে নতুন চ্যালেঞ্জ। প্রতি দিন একটু একটু করে শিখে নিচ্ছি।’’ বাঙালি অভিনেতাদের মুম্বই যে আলাদা কদর করে, সে কথাও জানাতে ভুললেন না দেবচন্দ্রিমা।