দীর্ঘ কয়েক বছরের বন্ধুত্ব ভাস্বর চট্টোপাধ্যায় এবং সোনালী চৌধুরীর। তাঁদের জুটি বহু ধারাবাহিকে হিট হয়েছে। অনস্ক্রিন তো বটেই, এই জুটির অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়েও দর্শক মনে কৌতূহল ছিল। অনেকে তো ভাবতেন তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে! একাধিক সাক্ষাৎকারে এই গসিপ নিয়ে মজা করেছেন তাঁরা। আসলে সম্পর্কটা বন্ধুত্বের। মা হতে চলেছেন প্রিয় বন্ধু সোনালী। আর তা সেলিব্রেট করলেন বন্ধু ভাস্বর। সোনালীর এই স্পেশ্যাল সময়টা সেলিব্রেট করলেন ভাস্বর। সোনালীকে তাঁর পছন্দের কিছু জিনিস উপহার হিসেবে দিয়েছেন ভাস্বর। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে ভাস্বর লেখেন, ‘অভিনেত্রী তথা বন্ধু সোনালী চৌধুরি প্রথম সন্তানের অপেক্ষায়। ভাবলাম ওকে ওর পছন্দের কিছু জিনিস উপহার দিই। মানে ওই সাধ খাওয়ানোর মতো।’ ভাস্বর আরও জানিয়েছেন, ১৯৯৮ থেকে তাঁদের বন্ধুত্ব। প্রথম ক্যামেরার ফেস করেছিলেন সোনালির সঙ্গেই। যত দিন গড়িয়েছে, তত তাঁদের বন্ধুত্ব আরও পাকা হয়েছে। এ হেন বন্ধুত্বের সেলিব্রেশন তো হবেই।