সিনেমার পর্দায় এবার মধুবালার বায়োপিক

এবার সিনেমার পর্দায় আসতে চলেছে মধুবালার বায়োপিক। ছবির নাম ‘মধুবালা’। নির্মাতারা শুক্রবার এই ছবির ঘোষণা করেছেন। ডার্লিংস ছবির নির্দেশক জসমীত মধুবালার বায়োপিক নির্দেশনা করবেন৷ সনি পিকচার্স ইন্টারন্যাশানালের প্রযোজনায় এই সিনেমা রিলিজ হবে৷ শুক্রবার এই ছবির ঘোষণা করে নির্মাতারা সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘মধুবালার প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে আমাদের পরবর্তী ছবির ঘোষণা করতে পেরে আমরা গর্বিত। বলিউডের বৈগ্রহিক অভিনেত্রীর চিরকালীন আবেদন ও অজানা আখ্যান জানতে প্রস্তুত হোন।’’ এখানে তাঁর জীবনের কোন কোন অংশ দেখা যাবে তা অবশ্য এখনও জানা নেই৷ মধুবালার বায়োপিকে নামভূমিকায় কে অভিনয় করবেন, তা নিয়ে ইতিমধ্যেই নেট দুনিয়ায় চর্চা শুরু হয়েছে। অনুরাগীদের একাংশের মতে এই চরিত্রে আলিয়া ভট্টই শ্রেষ্ঠ নির্বাচন হতে পারেন। যদিও নির্মাতারা আনুষ্ঠানিক ভাবে কার নাম ঘোষণা করেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ১৯৪২ সালে ‘বসন্ত’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন মধুবালা। ১৯৫৮ সালে মুক্তি পায় তাঁর অভিনীত ‘চলতি কা নাম গাড়ি’, ‘কালা পানি’ ছবিগুলি। তবে দু’বছর পরে মুক্তিপ্রাপ্ত ‘মুঘল এ আজ়ম’ ছবিতে আনারকলি চরিত্রে তাঁর অভিনয়কে কেরিয়ারের শ্রেষ্ঠ কাজ বলে মনে করেন অনেকে। বিবাহসূত্রে কিশোর কুমারের সঙ্গে আবদ্ধ হয়েছিলেন মধুবালা। কিন্তু মাত্র ৩৬ বছর বয়সে তাঁর জীবনাবসান হয়।