এবার পুজোয় বহুরূপীর দাপট, বড়পর্দায় আবারও সত্য ঘটনা তুলে ধরতে চলেছেন নন্দিতা-শিবপ্রসাদ

বড়পর্দায় আবারও এক সত্য ঘটনা তুলে ধরতে চলেছেন নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটি। ২০২৪-এর পুজোতেও ধামাকা করতে চলেছেন পরিচালকদ্বয়। ছবির নাম ‘বহুরূপী’। শিবপ্রসাদের কথায়, ‘‘এক যুগ ধরে দেখা স্বপ্ন সত্যি হতে চলেছে। সাল ১৯৯৩ থেকে ২০০৫। সেই সময় ঘটে গিয়েছিল তোলপাড় করা এক অপরাধমূলক ঘটনা। এই ছবির পটভূমিকায় সেই কাহিনি। মুক্তধারা তৈরির সময় থেকে আমাদের ইচ্ছে, এমন চর্চিত ক্রাইম ক্যানবন্দি করা। মাঝে করোনার আগমনে অনেক কিছু সাময়িক থমকে গিয়েছিল।’ এই প্রথম ৪০ দিন ধরে নন্দিতা-শিবুর কোনও ছবির শুট হবে। একই ভাবে এটি প্রযোজনা সংস্থার সবচেয়ে বড় বাজেটের ছবি হতে চলেছে। ১২ মার্চ থেকে শুট শুরু হবে। রক্তবীজ-এর পর এই ছবিতেও আবির চট্টোপাধ্যায়কে দেখা যাবে। সঙ্গে থাকছেন ঋতাভরী চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায় এবং শিবু স্বয়ং। চার জনের জবানবন্দি দিয়ে গল্প এগোবে। নতুনত্ব, রাজ্যে ‘ব’ অক্ষর দিয়ে নাম এমন ৭৮টি জায়গায় ছবির শুট হবে। যেমন, বরাহনগর, ব্যারাকপুর, বানতলা, বেলডাঙা, বহরমপুর, বোলপুর, বেথুয়াডহরি এবং আরও।