কৃষক আন্দোলন নিয়ে চাপানউতোর বলি তারকাদের সোশ্যাল মিডিয়ায়

বর্তমানে কৃষক আন্দোলন নিয়ে তোলপাড় প্রায় গোটা দেশ। কৃষক আন্দোলনের বিরোধিতা করে সম্প্রতি ট্যুইট করেন কঙ্গনা রানাউত। কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত মহিন্দ্র কউরকে শাহিনবাগের বিলকিস বানো দাদি বলেও মন্তব্য করেন কঙ্গনা। এরপরই বলিউড কুইনের সঙ্গে সরাসরি বাকযুদ্ধে নামেন দলিজিৎ দোসাঞ্জ। যা নিয়ে সরগরম হয়ে ওঠে সামাজিক মাধ্যম। কৃষক আন্দোলনের সমর্থনে সুর চড়ান অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। কৃষকদের সঙ্গে আন্দোলনেও বসতে দেখা যায় দিলজিৎকে। আজ কৃষক আন্দোলন নিয়ে মুখ খোলেন মুখ খোলেন বিজেপির গুরুদাসপুরের সাংসদ তথা বলিউড অভিনেতা সানি দেওল । তিনি বলেন, কৃষকদের স্বার্থ নিয়েই বর্তমানে ভারত সরকার কাজ করছে। তাই অন্য দেশের এ বিষয়ে মন্তব্য করার প্রয়োজন নেই। কৃষক আন্দোলন নিয়ে সানি দেওলের মন্তব্যের পর প্রিয়াঙ্কা চোপড়া, সোনু সুদরা মুখ খোলেন। কৃষকদের সমস্যার সমাধান করা উচিত বলে বলিউডের একের পর এক এক সেলেব ট্যুইট করতে শুরু করেন। কৃষক আন্দোলনের সমর্থনে এবার সুর চড়ালেন বলিউড অভিনেতা সোনু সুদ। ‘কিষাণ হ্যায় তো  হাম হ্যায়’ বলে ট্যুইট করেন ‘গরিবের মসিহা’ সোনু।  কৃষক আন্দোলনকে সমর্থন করে ট্যুইট করে প্রিয়াঙ্কা চোপড়া। কৃষকরা ইন্ডিয়ার ‘ফুড সোলজার’ বলে মন্তব্য করেন পিগি। পাশাপাশি ভারতের মতো গণতান্ত্রিক দেশে কৃষকদের সমস্যার কথা শুনে তা শিগগিরিই সমাধান করা উচিত বলেও ট্য়ুইট করেন বলিউড অভিনেত্রী।