প্রকাশ্যে এল বহু প্রতিক্ষীত ছবি ‘বুমেরাং’-এর ট্রেলার। শৌভিক কুণ্ডু পরিচালিত এই ছবি সায়েন্স ফিকশন কমেডি ঘরানার। ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এ.আই) এক অন্য মাত্রায় দেখিয়েছেন পরিচালক। ট্রেলারে উঠে এল ‘সুপারম্যান জিৎ’-এর ঝলক। এই ছবিতে জিতের চরিত্রের নাম সমর। শুধুমাত্র প্রযুক্তি আর বিজ্ঞানের আবিষ্কার তাঁর ধ্যান জ্ঞ্যান। রুক্মিণী মৈত্রকে দেখা গেল দ্বৈত চরিত্রে। একজন জিতের স্ত্রী আর অন্যজন রোবট যাঁকে অবিকল জিতের স্ত্রী’র মতোই দেখতে। আর এই নিয়েই বাড়বে দ্বন্দ্ব। ছবিতে রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য,সৌরভ দাসের মতো অভিনেতারা রয়েছেন। সমালোচকদের ইঙ্গিত করে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে জিৎ বলেন, এটা কোনও ছবির কপি নয়, খাঁটি বাংলা সিনেমা। স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে রোবটের আগমন এবং কীভাবে সম্পর্কের মোড় অন্য দিকে ঘুরে যায়, বিজ্ঞানের প্রভাব কতটা পড়বে মানুষের জীবনে সেই গল্পই বলতে আগামী ৭ জুন বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘বুমেরাং’।