পদ্মবিভূষণে সম্মানিত বৈজয়ন্তীমালা-চিরঞ্জীবী

বৃহস্পতিবার (৯ মে) নয়াদিল্লিতে পদ্ম পুরস্কার দেওয়া হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সিনেমায় তাদের অসামান্য অবদানের জন্য চিরঞ্জীবী এবং বৈজয়ন্তী মালাকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ প্রদান করেন। এই বছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে (25 জানুয়ারি) বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছিল। চিরঞ্জীবী, বৈজয়ন্তীমালা এবং সিনেমা জগতের বিখ্যাত নৃত্যশিল্পী পদ্মা সুব্রামানিয়াম পদ্মবিভূষণের জন্য নির্বাচিত হন। এই উপলক্ষে বৈজয়ন্তীমালা খুব খুশি। ৯০ বছর বয়সে পদ্মবিভূষণে সম্মানিত হতে পেরে তিনি গর্বিত। পদ্মবিভূষণ পুরস্কার পেয়ে বৈজয়ন্তীমালা বলেন, ‘১৯৬৯ সালে আমি পদ্মশ্রী পেয়েছি এবং এখন পদ্মবিভূষণ পেয়েছি। আমি খুব খুশি এবং কৃতজ্ঞ। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার।