আজ মহানায়কের বাড়িতে বসতে চলেছে বউভাতের আসর। গত ৯ ডিসেম্বর বিয়ে হয়েছে মহানায়ক উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় এবং দেবাশিষ কুমারের মেয়ে দেবলীনা কুমারের। আজ তাঁদের বউভাত। বিয়ের পর আপতত বউভাতের প্রস্তুতি শুরু করেছেন গৌরব চট্টোপাধ্যায়। জানা যায়, বিয়ের পর বউভাতের দিনও নাকি বেনারসীতেই সাজবেন দেবলীনা কুমার। গৌরব-দেবলীনার বউভাতের আসরে কারা কারা হাজির হবেন, তা নিয়েও চলছে জোর জল্পনা। বউভাতের দিন সকালে এবার নতুন ছবি শেয়ার করলেন দেবলীনা কুমার। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সিঁদুরদানের ছবি শেয়ার করেন তিনি। গৌরব যখন দেবলীনার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন, তখন এক্কেবারে অন্যরূপে দেখা মেলে অভিনেত্রীর।