অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে সুখরটা জানিয়েই দিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ৭৭ তম বাফটা অ্যাওয়ার্ডের রাতে শাড়িতে ঝলমল করে ওঠার পরই জল্পনা ছড়িয়েছিল দীপিকার স্ফীতোদর নিয়ে। শোনা গিয়েছিল যে দ্বিতীয় ট্রাইমেস্টার চলছে দীপিকার। তবে এতদিন এই নিয়ে মুখ খোলেননি তারকা দম্পতির কেউ-ই। অবশেষে ইনস্টাগ্রামে সেই সুখবর ফ্যানদের সঙ্গে শেয়ার করে নিলেন দীপিকা-রণবীর। সন্তান আসার সুসংবাদ দিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন দীপিকা। বাচ্চাদের রম্পার, বেলুন, খেলনা, জুতো, মাথার টুপি দেওয়া একটি ছবি পোস্ট করে দীপিকা শুধু লিখেছেন, ‘সেপ্টেম্বর ২০২৪।’ আর নীচে লেখা, ‘দীপিকা ও রণবীর’। দীপিকার এই পোস্টেই শিলমোহর পড়ে তাঁর মা হওয়ার জল্পনায়। বাড়িতে নতুন সদস্যের আগমনের জন্য এখন অপেক্ষা শুধু সেপ্টেম্বর ২০২৪-এর।