সোমবার সকালেই মুম্বইয়ে একঝাঁক তারকা ভোট দিয়েছেন ৷ বেলা বাড়ার পর নিজেদের নির্দিষ্ট বুথে ভোটাধিকার প্রয়োগ করলেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন। ভোট দিতে এসে এদিন সুস্পষ্ট দীপিকার বেবি বাম্প ৷ সন্তানসম্ভবা দীপিকাকে এ দিন বাহুডোরে আগলে ভোট দিতে এলেন রণবীর। বেটার-হাফ রণবীরের হাত ধরে বুথে প্রবেশ করেন দীপি ৷ অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিজের নাগরিক দায়িত্ব পালনে সচেতন দীপিকা পাড়ুকোন। বর রণবীরের হাত ধরে এদিন পালিহিলে ভোটদান করতে পৌঁছন হবু মা। দীপিকার পরনে ছিল সাদা ওভারসাইজ শার্ট আর ডেনিম ৷ তাতে স্পষ্ট নায়িকার বেবি বাম্প। মাতৃত্ব নিয়ে নানা জল্পনা আজ স্পষ্ট হয়ে গেল ৷ দীপিকা সন্তান প্রসবের চলেছেন আগামী সেপ্টেম্বরে। বউয়ের সঙ্গে এদিন টুইনিং রণবীরের। তাঁরও দেখা মিলল সাদা শার্ট আর ডেনিমে। দু’জনের চোখে ছিল কালো রোদচশমা। এক মুহূর্তের জন্য বেটারহাফের হাত ছাড়েননি দীপিকা ৷