ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করলেন দেবলীনা-গৌরব

তিন রকম মতে বিয়ে করেছেন গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার। গত ৯ ডিসেম্বর বৈদিক মতে সাতপাকে বাঁধা পড়েছেন দেবলীনা-গৌরব। গত ১৪ ডিসেম্বর ছিল গৌরব-দেবলীনার সঙ্গীত। আর ১৫ ডিসেম্বর ছিল রিসেপশন পার্টি। ওই দিন খ্রিস্টান মতে ফের বিয়ে করেন তাঁরা। সাদা রঙের গাউনে সেজে রিসেপশন পার্টিতে হাজির দেবলীনা কুমার। আর গৌরবের পরনে শার্ট-প্যান্ট সঙ্গে ব্লেজার। রঙিন আলো আর হালকা মিউজিকে এক রোম্যান্টিক আবহ তৈরি হয়। টলি পাড়ার এই জনপ্রিয় জুটিকে শুভেচ্ছে জানাতে এদিন হাজির ছিলেন টালিগঞ্জের একাধিক তারকা। হাজির হয়েছিলেন, দিতিপ্রিয়া রায়, সাহেব চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, সন্দীপ্তা সেন, ভাস্বর চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী সহ আরও অনেকেই। দেবলীনা-গৌরবের রিসেপশনের এক টুকরো ছবিই উঠে এসেছে শুভজিৎ চক্রবর্তী নামে ব্যক্তির ফেসবুকের পাতায়। যেখানে রিসেপশনের মঞ্চে একে অপরের হাতে আংটি পরিয়ে দিতে দেখা গেল দেবলীনা-গৌরবকে। আংটি বদলের পর দেবলীনার ঠোঁটে ঠোঁট রাখতে দেখা গেল। যাতে কিছুটা লজ্জা পেয়ে হেসে ফেললেন নববধূ দেবলীনা। এবার পালা নব-দম্পতির হানিমুনের। তবে দেবলীনাকে গৌরব কোথায় নিয়ে যাবেন তা এখনও জানা যায়নি।