গায়ে হলুদ পড়লো দেবলীনার, বিয়ের আগে গৌরবকে চুম্বন হবু-বউয়ের

আজই সেই দিন। চার-হাত এক হতে চলেছে দেবলীনা-গৌরবের। তার আগে গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে ভালবাসায় পরিপূর্ণ ছবি শেয়ার করলেন দেবলীনা কুমার। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গৌরবের সঙ্গে ওই ঘনিষ্ঠ ছবি শেয়ার করেন অভিনেত্রী। ইনস্টাগ্রামের স্টোরিতে গৌরবের সঙ্গে নতুন ছবি শেয়ার করেন দেবলীনা। চলতি মরশুমে টলিউডের অন্যতম হাই প্রোফাইল বিয়ের আসর বসছে আজ। যেখানে উত্তম কুমারের বাড়ির নাতবউ হতে চলেছেন দেবলীনা। করোনা আবহের মধ্যে পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে গৌরব-দেবলীনার বিয়ের আসর বসতে চলেছে বলে খবর। আজ সন্ধ্যাতেই বিয়ে। তার আগে দুই পরিবারেরই ব্যস্ততা তুঙ্গে। সকাল সকাল হয়ে গেল গায়ে হলুদ। কাঁচা হলুদ রঙের ঢাকাই শাড়িতে নজর কেড়ে নিলেন অভিনেত্রী দেবলীনা। বিয়ের পিঁড়িতে বসার আগে গায়ে হলুদের ছবি শেয়ার করলেন দেবলীনা কুমার।  নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন দেবলীনা।  আজ সন্ধেয় দেবলীনা সেজে উঠবেন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের ডিজাইন করা পোশাকে। দেবলীনা পরছেন, কাতান বেনারসি। এক্কেবারে সনাতনী সাজেই সাজবেন তিনি। জানালেন অভিষেক নিজেই। গৌরবের পরনে থাকছে সাদা-সোনালি কম্বিনেশনের ধুতি পঞ্জাবি।