বলিউডে পা রাখতে চলেছেন ধর্মেন্দ্রের নাতি রাজবীর দেওল

লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় পা রাখতে চলেছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রের নাতি রাজবীর দেওল। সানি দেওলের ছোট ছেলে, রাজবীর। বছর চব্বিশেকর ছেলে রাজবীর। এই সুখবর জানান স্বয়ং ধর্মেন্দ্র। নিজের ইনস্টা হ্যান্ডেলে অভিনেতা তাঁর নাতির তিনটি ছবি পোস্ট করেন। দুটি রঙিন এবং একটি সাদা-কালো ছবি। রাজবীরের পরনে ব্ল্যাক টিশার্ট। বিয়ার্ড লুক আর মুখে এক স্মিত হাসি। এক কথায়  রাজবীর হ্যান্ডসাম হাঙ্ক। অবনীশ বরজাতিয়া পরিচালিত প্রথম ছবিতে অভিনয় করতে চলেছেন রাজবীর। পরিচালক সূরয বরজাতিয়ার ছেলে অবনীশ বরজাতিয়া এই ছবির মাধ্যমে পরিচালকের আসনে বসতে চলেছেন। ধর্মেন্দ্র রাজবীরের ছবির ক্যাপশনে লেখেন, ‘আমার নাতি #রাজবীর দেওল সিনেমা জগতে প্রবেশ করতে চলেছে। অবনীশ বরজাতিয়ার পরিচালিত প্রথম ছবিতে অভিষেক করছে। আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনি আমার উপর যেমন ভালবাসা দিয়ে এসেছেন ঠিক তেমনই আমার এই সন্তানদের প্রতি তেমন ভালবাসাই রাখবেন। শুভকামনা এবং শুভেচ্ছা রইল।’

https://www.instagram.com/p/CNEoiyIHgXd/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *