কেরল থেকে পাইথন ‘উলুপি’ এল সৃজিতের বাড়ি

কেরল থেকে পোষ্য নিজের বাড়িতে এনেছেন সৃজিত মুখোপাধ্যায়। তবে যে সে পোষ্য নয়। এক্কেবারে বল পাইথন নিয়ে এলেন বাড়িতে। সৃজিতের নাকি দীর্ঘদিনের শখ ছিল সাপ পোষার। সেই ইচ্ছেই এবার পূরণ করলেন পরিচালক। সূত্রের খবর, বন দপ্তর থেকে যাবতীয় অনুমতি নিয়ে এবং নথিপত্র সমেত দিন দশেক আগেই আমাজন থেকে আনা পাইথনকে বাড়িতে স্বাগত জানিয়েছে তিনি। তবে এখনও পর্যন্ত আদুরে পোষ্যর কোনও ছবি ফাঁস করেননি সৃজিত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে নিজেই সোশাল মিডিয়ায় পরিবারের নতুন সদস্যটির খবর দিলেন পরিচালক। তার পর থেকেই শোরগোল। ফেসবুক পোস্টে তিনি যদিও পোষ্যের নাম প্রকাশ্যে এনেছেন। সাধ করে পাইথনের নাম রেখেছেন উলুপী। যে শব্দ হিন্দু পুরাণে নাগকন্যার পরিচয়। সাপের নামও সেই অনুসারেই রেখেছেন। সমাজ মাধ্যমের পাতায় সৃজিত লিখেছেন- “বাড়িতে তোমাকে স্বাগত উলুপী। আমাদের জীবন চিরতরে বদলে গেল।” সেখানে যদিও পোষ্য পাইথন সাপের উল্লেখ ছিল না। পরে আরও একটি পোস্ট করে পরিচালক সকলকে ধন্যবাদ জানিয়েছেন ‘উলুপি’-কে ভালোবাসা জানানোর জন্য। পাশাপাশি সে যে আদপে একটি বল পাইথন সেটিও স্পষ্টভাবে জানিয়েছেন সৃজিত।