কলার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘টুম্পা অটোওয়ালি’র আউটডোর শুট করতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রী দোলন রায়কে। ধারাবাহিকের শুটিং চলছিল সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেদিন রাতেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এখন তিনি অনেকটাই সুস্থ রয়েছেন রবিবার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি। বাড়ি ফিরেই ধারাবাহিকের কাজ যোগ দেন তিনি। ইসিজি রিপোর্ট ভালো নয় অভিনেত্রীর তাই এখন আপাতত তিনি কয়েকদিন স্টুডিওতে কাজ করবেন।