প্রয়াত অভিনেতা ইয়ান গেলডার। ৭৪ বছর বয়স হয়েছিল তাঁর। স্ত্রী বেন ড্যানিয়েলস সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে একটি পোস্ট ভাগ করে নিয়েছেন প্রয়াত অভিনেতার স্ত্রী ড্যানিয়েলস। লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার স্বামী ইয়ান গেলডারের প্রয়াত হয়েছেন। গত বছরের ডিসেম্বর থেকে পিত্তনালী-র ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। ছিলেন দয়ালু, উদার, চমৎকার অভিনেতা। তাঁর সঙ্গে যাঁরা কাজ করেছেন, প্রত্যেকেই তাঁর বড় মনের পরিচয় পেয়েছেন। আমি জানি না আমি তাঁকে ছাড়া কী করব! হাসপাতাল থেকে বের করে আনার পরে এই ছবিটি বড়দিনের সময় তোলা হয়েছিল। শান্তিতে বিশ্রাম নাও প্রিয়।’ ‘গেম অফ থ্রোনস’ সিরিজের জনপ্রিয়তার কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। স্যার কেভান ল্যানিস্টারকে তো মনে আছেই। সেই কেভান অর্থাৎ ইয়ান গেল্ডারের প্রয়াণে ভেঙে পড়েছে গোটা বিনোদন দুনিয়া।