ঠান্ডায় কষ্ট পাচ্ছেন ২০টি গ্রামের অসহায় মানুষ, সহায় হলেন সোনু সুদ

কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা উত্তর-পূর্ব ভারত। যার জেরে উত্তরপ্রদেশের মির্জাপুর এবং সোনভদ্রের প্রায় ২০টি গ্রামের মানুষের অবস্থা সোচনীয় হয়ে দাড়িয়েছে। বিশেষ করে বয়ষ্ক মানুষের অবস্থা আরও খারাপ হতে শুরু করেছে। এবার সেই সব মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। গরীবের পাশে দাঁড়ানো হোক বা অসহায়দের মুখে হাসি ফোটানো, সোনু যেন সব সময়ই চুপ করে নিজের কাজ করে যান। সম্প্রতি সোনুকে ট্যাগ করে বিকাশ দিক্ষীত নামে এক ব্যক্তি ট্যুইট করেন। যেখানে তিনি জানান, উত্তরপ্রদেশে মির্জাপুর এবং সোনভদ্র নামে দুটি এলাকা রয়েছে। ওইসব এলাকার প্রায় ২০টি গ্রামের মানুষ ঠান্ডায় কষ্ট পাচ্ছেন। প্রত্যেক বছর শীতের সময় ওই এলাকার বয়ষ্কদের অবস্থা করুণ হয়ে দাঁড়ায়। সোনভদ্র এবং মির্জাপুর-সহ ওই ২০টি গ্রামের বয়ষ্ক মানুষরা প্রত্যেকবার আশা করে থাকেন, এবার বুঝি তাঁদের জীবনে এমন কেউ হাজির হবেন, যিনি এই কনকনে ঠান্ডা থেকে তাঁদের পরিত্রাণ দেবে। কিন্তু কোনওবারই তা হয় না। এবার সোনু সুদ তাঁদের শেষ আশা বলে ট্যুইট করেন বিকাশ। উত্তরপ্রদেশের ওই ব্যক্তির ট্যুইট চোখে পড়ার পরই তাঁর সঙ্গে কথা বলেন সোনু সুদ। সোনু বলেন, এবার থেকে মির্জাপুর, সোনভদ্র-সহ ওই ২০টি গ্রামের কোনও বয়ষ্ক মানুষকে আর ঠান্ডায় কাঁপতে হবে না। ওই ২০টি গ্রামের বয়ষ্করাই শুধু নন, ওই দুই এলাকার কোনও মানুষকেই আর এবার থেকে শীতে কষ্ট পেতে হবে না বলে স্পষ্ট জানান গরীবের ‘মসিহা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *