বাড়ানো হল সানি দেওলের নিরাপত্তা

বাড়িয়ে দেওয়া হল অভিনেতা ও বিজেপি সাংসদ সানি দেওলের নিরাপত্তা। এবার থেকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পাবেন তিনি। গত সপ্তাহেই কৃষক আন্দোলনের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। আর তারপরই তাঁর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত দিল্লি সীমান্ত। কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন একাধিক তারকা। সেই তালিকায় রয়েছেন দিলজিৎ দোসাঞ্জ, স্বরা ভাস্কর, সোনু সুদ, প্রিয়াঙ্কা চোপড়া সহ আরও অনেকেই। এদিকে এই পরিস্থিতির মধ্যেও এই আন্দোলন নিয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি গুরুদাসপুরের সাংসদ সানি দেওলকে। যেখানে পঞ্জাবের কৃষকরা আন্দোলনে সামিল হয়েছেন সেখানে এই বিষয় নিয়ে কেন তিনি কোনও মন্তব্য করছেন না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। অবশেষে নীরবতা ভাঙেন তিনি। ৬ ডিসেম্বর টুইটারে একটি বিবৃতি দেন সানি। সেখানে তিনি লেখেন, “গোটা বিশ্বের কাছে আমার অনুরোধ যে এটা কৃষক ও আমাদের সরকারের বিষয়। এর মধ্যে দয়া করে অন্য কেউ আসবেন না। আমি জানি কয়েকজন এই আন্দোলনের ফায়দা তোলার চেষ্টা করছে। আর তারাই সমস্যার সৃষ্টি করছে। এরা আসলে কৃষকদের নিয়ে কোনও চিন্তাভাবনাই করছে না। বরং নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছে।” তিনি আরও লেখেন, “আমি সব সময় আমার দল ও কৃষকদের পাশে রয়েছি। সব সময় কৃষকদের পাশে থাকব। আমাদের সরকার সব সময় কৃষকদের ভালোর জন্য চিন্তাভাবনা করে এসেছে। আর আমি নিশ্চিত যে এবারও কৃষকদের সঙ্গে কথা বলে সঠিক সিদ্ধান্ত নেবে সরকার।” আর সানির এই বিবৃতির পরই তাঁর নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । সূত্রের খবর, কয়েকদিন ধরেই হুমকি দেওয়া হচ্ছিল সানিকে । আর সেই কারণেই তাঁর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।